Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ, পাবনা এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


শিরোনাম
নিলাম বিজ্ঞপ্তি (৩য় আহবান)
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, স ও জ

সড়ক বিভাগ, পাবনা

ফোন+ফ্যাক্স: ০৭৩১-৬৬৮৫৩

Web: rhd.pabna.gov.bd, E-mail: rhdpabna@gmail.com

--------------------------------------------------------------------------------------------

 

নিলাম বিজ্ঞপ্তি (৩য় আহবান)

 

1.

নিলাম বিজ্ঞপ্তি নং

:

০১/পি আর ডি/২০১৯-২০২০ (৩য় আহ্বান)

2.

নিলামের বিষয়

:

পাবনা সড়ক বিভাগ কম্পাউন্ডে অবস্থিত নির্বাহী প্রকৌশলীর পুরাতন বসবাস  অযোগ্য বাসভবন (২ তলা বিশিষ্ট) নিলামের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থ বছরে বিক্রয়।

3.

বায়নার টাকা

:

উদ্ধৃত দর অনূর্ধ্ব ১০(দশ) লক্ষ টাকা হলে উহার ২০%, উদ্ধৃত দর ১০ (দশ) লক্ষ টাকা থেকে বেশি এবং অনূর্ধ্ব ৫০(পঞ্চাশ) লক্ষ টাকা হলে উহার ১৫% এবং উদ্ধৃত দর ৫০(পঞ্চাশ) লক্ষ টাকা থেকে বেশি হলে উহার ১০% হারে টাকা নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, পাবনা-এর অনুকূলে যে কোন তফসিলভূক্ত ব্যাংক হতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে জমা দিতে হবে।

4.

কাজের সময়সীমা

:

কার্যাদেশ প্রদানের তারিখ হতে ৩০ (দিন) দিন।

5.

নিলাম দরদাতার যোগ্যতা

:

আর্থিকভাবে সচ্ছল যে কোন ব্যক্তি / প্রতিষ্ঠান/ ঠিকাদারী সংস্থা।

6.

নিলাম দরপত্রের মূল্য

:

১০০০.০০ (এক হাজার) টাকা (অফেরতযোগ্য)।

7.

নিলাম দরপত্র বিক্রয়ের কার্যালয়সমূহ

:

ক) নির্বাহী প্রকৌশলী, স ও জ, সড়ক বিভাগ, পাবনা / নাটোর / সিরাজগঞ্জ।

খ) নির্বাহী প্রকৌশলী, স ও জ, প্লানিং বিভাগ-১, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা।

গ) উপ-বিভাগীয় প্রকৌশলী, স ও জ, সড়ক উপ-বিভাগ ১/২/১ম সারি কারখানা

    উপ- বিভাগ, পাবনা।

8.

নিলাম দরপত্র গ্রহণের স্থান সমূহ

:

ক) জেলা প্রশাসক, পাবনা-এর কার্যালয় (স্থানীয় সরকার শাখা)।

খ) নির্বাহী প্রকৌশলী, স ও জ, সড়ক বিভাগ, পাবনা-এর কার্যালয়।

9.

নিলাম দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময়

:

২৭-১০-২০১৯ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

10.

নিলাম দরপত্র গ্রহণের শেষ তারিখ ও সময়

:

২৮-১০-২০১৯ তারিখ দুপুর ১২:৩০ মিনিট।

11.

নিলাম দরপত্র খোলার তারিখ, সময় ও স্থান

:

২৮-১০-২০১৯ তারিখ দুপুর ১৩:৩০ ঘটিকা, নির্বাহী প্রকৌশলী, সওজ

 সড়ক বিভাগ, পাবনা-এর কার্যালয়।

 

বিঃদ্রঃ

১)

আগ্রহী নিলামদাতাগণ অফিস চলাকালীন সময়ে নিলামযোগ্য ভবন সরেজমিনে দেখতে পারবেন এবং নিলাম দরপত্র খোলার সময় উপস্থিত থাকতে পারবেন। নিলাম দরপত্রের নিয়মাবলী / শর্তাবলী নিলাম দরপত্র সিডিউলে উল্লেখ করা হয়েছে এবং  প্রতিটি নিলাম দরপত্র সিডিউল নির্ধারিত নগদ মূল্যে (অফেরতযোগ্য) অফিস চলাকালীন সময়ে উপরোল্লিখিত ক্রমিক নং ৭ এ বর্ণিত অফিস সমূহ হতে ক্রয় করা যাবে।

 

২)

কোন কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন বা সকল দরপত্র  গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত এবং সন্তোষজনক দর না পাওয়া পযর্ন্ত নিলাম দরপত্র একাধিকবার আহ্বান করা হতে পারে।

 

 

 

 

 

 

 

(সমীরণ রায়)

নির্বাহী প্রকৌশলী, সওজ

সড়ক বিভাগ, পাবনা

 

প্রকাশের তারিখ
13/10/2019
আর্কাইভ তারিখ
28/10/2019