Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ, পাবনা এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


এক নজরে

এক নজরে :  তৎকালীন পাকিস্তান শাসনামলে ১৯৬২ সালে সাবেক ‘‘নির্মাণ ও পূর্ত’’ (সিএন্ডবি) সংস্থা ভেঙ্গে ২টি স্বতন্ত্র অধিদপ্তর যথা সড়ক ও জনপথ অধিদপ্তর ও গণপূর্ত অধিদপ্তর সৃষ্টি হয়। বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মাহসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর বাংলাদেশের প্রধান প্রধান সড়ক (জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা মহাসড়ক) ও সেতু নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। সড়ক ও জনপথ অধিদপ্তরের পাবনা সড়ক বিভগ ১৯৭২ সালে কার্যক্রম শুরু করে।  পাবনা সদরে মূল শহরের ডিসি রোড, হাসপাতাল রোড, পুলিশ লাইন রোড ও সাধুপাড়া রোডের মিলন স্থলে অবস্থিত লাইব্রেরী বাজার সংলগ্ন সাবেক ‘‘সিএন্ডবি’’,পাবনা অফিসেই বর্তমান পাবনা সড়ক বিভাগের কার্যক্রম চলছে। পাবনা সড়ক বিভগের আওতাধীন সড়ক উপ-বিভাগ-১, সড়ক উপ-বিভাগ-২ এবং যান্ত্রিক উপ-বিভাগের মা এ বিভোগের কার্যক্রম পরিচালিত হয় এবং উক্ত অফিসমসূহও একই ক্যাম্পাসে অবস্থিত। এছাড়াও পাবনা সড়ক  সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ও একই ক্যাম্পাসে সড়ক ভবনে অবস্থিত। বর্তমানে পাবনা সড়ক বিভগাধীন সড়কের বিবরণ নিম্নরুপ:

ক্রমিক নং

সড়কের ধরন

সড়কের সংখ্যা

সড়কের দৈর্ঘ্য

(কিলোমিটার)

জাতীয় মহাসড়ক

১৫৯.৬১

আঞ্চলিক মহাসড়ক

১৬৩.৪৭

জেলা সহাসড়ক

১৫

১৯৮.৬৩

মোট

২৮

৫২১.৭১