Wellcome to National Portal
Main Comtent Skiped

সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক বিভাগ, পাবনা এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম

  


Title
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার কার্যপত্র এপ্রিল,২০১৯ মাসের অগ্রগতির প্রতিবেদন প্রেরণ করা হলো।
Details

এপ্রিল,২০১৯  মাসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপস্থাপনের জন্য সড়ক বিভাগ, পাবনা কার্যালয়ের কার্যপত্র।

 

 

 

(ক) ২০১৮-২০১৯ অর্থ বছরে পাবনা সড়ক বিভাগের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (রাজশাহী জোন) এর আওতায় ৪টি সড়ক উন্নয়নের কাজ অন্তর্ভূক্ত আছে। যার বিবরণ নিম্নরূপঃ

 

ক্রমিক নং

সড়কের নাম

বরাদ্দ

অগ্রগতি

মমত্মব্য

বড়াইগ্রাম-জোনাইল-চাটমোহর সড়ক (পাবনা অংশ),

দৈর্ঘ্য ৮.০০ কিলোমিটার।

--

দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন।

 

চাটমোহর-পার্শ্বডাংগা-ইদিলপুর-ডেংগারগাঁও-পাবনা সড়ক,

দৈর্ঘ্য ৩০.০০ কিলোমিটার।

--

দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন।

 

চিনাখড়া-বিশ্বরোড-ক্ষেতুপাড়া-বিলমহিষা-সাঁথিয়া সড়ক, দৈর্ঘ্য ১৪.০০ কিলোমিটার।

--

কার্যাদেশ দেয়া হয়েছে।

 

ঘাগড়াখালী-সোনাতলা সড়ক, দৈর্ঘ্য ৯.০০ কিলোমিটার।

--

দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন।

 

 

(খ) জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা মহাসড়ক সমূহে রক্ষণাবেক্ষণ খাতের আওতায় ক্ষতিগ্রস্থ অংশ মেরামত কাজ চলমান আছে। এছাড়াও সড়কে বিভাগীয়ভাবে নিয়মিত জরম্নরী মেরামত কাজ অব্যাহত আছে।

 

 

 

                                                                                                                (সমীরণ রায়)

                                                                                                                       পরিচিতি নং-০০৫০৯৯

                                                          নির্বাহী প্রকৌশলী, সওজ

                                                                                                             সড়ক বিভাগ, পাবনা।

 

 

 

Images
Attachments
Publish Date
02/05/2019
Archieve Date
08/05/2019