নির্বাহী প্রকৌশলী এর কার্যালয়, সওজ
সড়ক বিভাগ, পাবনা
ফোনঃ ০২৫৮৮৮৪৫৮৫৩, web : rhd.pabna.gov.bd
E-mail : rhdpabna@gmail.com / eepab@rhd.gov.bd
স্মারক নং-৩৫.০১.৭৬০০.৪৫৯.১৮.০০৩.২২-৩০৪ তারিখঃ ০৮/০২/২০২২ খ্রি:
গণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী জোনের আওতাধীন পাবনা সড়ক বিভাগাধীন নগরবাড়ী(প্রতাবপুর)-কাশিনাথপুর (এন-৫০৪) জাতীয় মহাসড়কের ৫ম কিলোমিটার এ সড়ক ও জনপথ অধিদপ্তরাধীন সরকারী জায়গায় অবৈধভাবে নির্মিত ঘরবাড়ী/দোকান-পাট নির্মাণ করে অবৈধভাবে বসবাস/ব্যবসা পরিচালনা করে আসছেন। উক্ত অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদেরে লক্ষ্যে আগামী ১৫/০২/২০২২ ও ১৬/০২/২০২২ তারিখে সম্পত্তি ও আইন কর্মকর্তা (সওজ), ঢাকা জোন, ঢাকা (অতিরিক্ত দায়িত্বে রাজশাহী জোন, রাজশাহী) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর পরিচালনায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করা হবে।
এমতাবস্থায় উক্ত অবৈধ দখলদার ও স্থাপনা আগামী ১৫/০২/২০২২ তারিখরে পূর্বেই নিজ দায়িত্বে ও খরচে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। উচ্ছেদের দিন উক্ত অবৈধ দখলদার ও স্থাপনা সরানোর জন্য কোনরূপ অতিরিক্ত সময় দেওয়া হবে না।
বিষয়টি জনগুরুত্বপূর্ণ, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট।
(আবুল মনসুর আহমেদ)
পরিচিতি নং-৬০২২৮৮
নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ), সওজ
সড়ক বিভাগ, পাবনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস